Site icon Jamuna Television

জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত নুরুজ্জামানকে গ্রেফতার করেছে র‍্যাব

র‍্যাবের হাতে গ্রেফতার অভিযুক্ত নুরুজ্জামান।

জয়পুরহাটে প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুরুজ্জামান ইসলামকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দেবীপুর চণ্ডিপুর গ্রামের আইনুল শেখের ছেলে।

শুক্রবার (২৩ জুন) বিকেলের দিকে পাঁচবিবি উপজেলার নন্দনপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় ভুক্তভোগী ছাত্রীকেও উদ্ধার করে র‍্যাব।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অপহৃত হওয়া ওই ছাত্রী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় তার পরিবারের সঙ্গে থাকতেন। অষ্টম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে অপহরণ করে জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নুরুজ্জামান। পরে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৫ ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ধর্ষক নুরুজ্জামানকে গ্রেফতার করে।

ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতকে তার অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামির বিরুদ্ধে রংপুর জেলার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এএআর/

Exit mobile version