সঠিক থাম্বনেইল খুঁজে দেবে ইউটিউব!

|

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটরদের পোস্ট করা ভিডিওর জন্য সঠিক থাম্বনেইল খুঁজে পাওয়াটা আরও সহজ করে দিচ্ছে ইউটিউব। প্লাটফর্মটি জানিয়েছে, ‘টেস্ট অ্যান্ড কম্পেয়ার’ নামে একটি ফিচারের মাধ্যমে তারা ক্রিয়েটরকে তিনটি থাম্বনেইল দিতো এবং এর পেছনে থেকে ইউটিউব দেখতো কোনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে।

সম্প্রতি এক ভিডিওতে ইউটিউব ঘোষণা দেয়, তারা সম্প্রতি অল্প কয়েকশো ক্রিয়েটরকে নিয়ে নতুন একটি পরীক্ষা চালাচ্ছে। যা ২০২৪ সালে তা বড় আকারে চালু হতে পারে।

প্রতিষ্ঠানটি জানায়, এ/বি টেস্টিং নামে ফাংশনালিটিটি ব্যবহারকারীদের সবচেয়ে বেশি চাওয়া অনুরোধের একটি। বলা যেতে পারে থাম্বনেইল একটি ভিডিওর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। ভার্জ জানায়, বছর ধরেই অ্যাডভার্টাইজাররা থার্ড পার্টি টুল দিয়ে ব্যবহারকারীদের ওপর ইউটিউব থাম্বনেইলের এ/বি পরীক্ষা চালিয়েছে।

এএআর/





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply