অর্থনৈতিক সংক্রান্ত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। কিন্তু সেখানে গিয়ে বৃষ্টির মধ্যে এক তরুণীর কাছ থেকে ছাতা ছিনিয়ে নিতে দেখা গেল পাক-প্রধানমন্ত্রীকে। শুধু তাই নয় ওই তরুণীকে বৃষ্টিতে ভিজতে বাধ্য করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহবাজ শরিফের এই কাণ্ডের দৃশ্য ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শাহবাজ একজন প্রটোকল অফিসারের কাছ থেকে ছাতা ছিনিয়ে নিয়েছেন। বৃষ্টির মাঝে ওই তরুণী পাক-প্রধানমন্ত্রীর মাথায় ছাতা ধরে সম্মেলন স্থলে নিয়ে যাচ্ছিলেন। লাল কার্পেটের ওপর দিয়ে ছত্রধারিণী তরুণীর পাশে হাঁটতে হাঁটতে আচমকা তার হাত থেকে ছাতা নিয়ে নেন শেহবাজ। ছাতা কেড়ে নিয়ে ওই তরুণীকে বৃষ্টির মধ্যে ফেলে রেখে নিজের মাথা ছাতায় ঢেকে এগিয়ে যান ভবনের দিকে। এদিকে শাহবাজের পিছনে পিছনে আসতে আসতে ততক্ষণে ওই তরুণী বৃষ্টিতে ভিজে গেছেন।
এ ঘটনায় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, সেখানে অনেক প্রটোকল অফিসার ছিলেন, তিনি অন্য অফিসারে ছাতা ব্যবহার করতে পারতেন।
এটিএম/
Leave a reply