অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউমান রাইটস ওয়াচের বিবৃতি মূল্যহীন: তথ্যমন্ত্রী

|

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউমান রাইটস ওয়াচ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না, অথচ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বিবৃতি দেয়। সংগঠন দুইটি স্বাধীনতা বিরোধীদের সাথে হাত মিলিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (২৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির চট্টগ্রাম উত্তর জেলা শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন৷ আরও বলেন, সম্প্রতি জাতিসংঘ মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের মধ্যে র‍্যাবের কাজ করাদের নিয়ে নিষেধাজ্ঞা চেয়ে বিবৃতি দেয়া হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউমান রাইটস ওয়াচের এই বিবৃতির কোনো মূল্য নেই।

তথ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। তাই আওয়ামী লীগের কর্মীদের এখনই কাজ শুরু করতে হবে। দলের ত্যাগী নেতাকর্মীরা যাতে কোনোভাবেই অবহেলার শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখার নির্দেশনাও দেন আওয়ামী লীগের এ নেতা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply