স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট বিএনপি হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বলেন, দেশের সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনেই নির্বাচন হবে। কেউ আসুক বা না আসুক নির্বাচন হবে যথাসময়ে। তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট বিএনপি হত্যা করেছে।
শনিবার (২৪ জুন) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগের আস্থা দেশের জনগণের ওপর। আর বিএনপির আস্থা বিদেশীদের ওপর। আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আওয়ামী লীগ যতবার ঐক্যবদ্ধ ছিল ততবারই বিজয়ী হয়েছে।
সাবেক এ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে বিশ্বের বুকে ঈর্ষণীয় উন্নয়নের পথে নিয়ে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। এ সময় তিনি সকল প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দু’দিনের কর্মসূচির অংশ হিসেবে এ জনসভার আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ।
এএআর/
Leave a reply