বাড়িতে বসেই করে ফেলুন পার্লারের মতো হেয়ার স্পা

|

চুলে স্পা করাতে অনেকেই প্রতি মাসেই ছোটেন পার্লারে। টাকা খরচ করে কিছু দিন পর বাড়িতে এসে আবারও ছুটতে হয় স্পা করাতে। তবে খুব সহজে নিজেই বাড়িতে করে ফেলতে পারেন এই স্পা।

তবে কীভাবে স্পা করবেন তা জানার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, কাদের চুলের এই ট্রিটমেন্ট নেয়া প্রয়োজন। অনেকে ঘন ঘন চুলে রং করেন। বারবার রাসায়নিক দিয়ে চুলে রং করার ফলে খুব শুষ্ক হয়ে পড়ে চুল। তাই চুলকে তরতাজা করতে স্পা করান অনেকে। এ ছাড়াও মাথায় খুশকি, চুলের ডগা ফাটা, চুল ঝরে পড়ার মতো সমস্যা থাকলেও হেয়ার স্পা করা যেতে পারে।

এবার চলুন, ঘরোয়াভাবে কীভাবে স্পা করবেন নিজেই…

১. প্রথমে শ্যাম্পু দিয়ে চুল ও মাথার ত্বক ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন।

২. এবার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত নারকেল তেল বা পছন্দের যেকোনো তেল মেখে নিন।

৩. চুলের ধরন অনুযায়ী যেকোনো একটি মাস্ক চুলে মেখে রাখুন। দোকান থেকে কেনা মাস্ক ব্যবহার করতে পারেন। আবার বাড়িতে ডিম, দই বা মেয়োনিজ দিয়ে মাস্ক তৈরি করেও নিতে পারেন।

৪. এবার একটি তোয়ালে ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে নিংড়ে নিন। এই গরম তোয়ালেটি পুরো চুলে জড়িয়ে রাখুন।

৫. আধা ঘণ্টা পর তোয়ালে সরিয়ে একটি ‘হেয়ার ক্যাপ’ মাথায় পরে ফেলুন।

৬. মাথায় যে মাস্ক মেখেছিলেন, তা শুকিয়ে গেলে সামান্য একটু পানি স্প্রে করে নিতে পারেন।

৭. এ বার হালকা হাতে মাথার ত্বক, ঘাড়ে মালিশ করুন।

৮. ১০ থেকে ১৫ মিনিট পর মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন। গরম পানিতে ব্যবহার না করাই ভাল।

৯. চুলের আর্দ্রতা বজায় রাখতে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply