চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে একই স্কুলের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়। এ ঘটনায় দুপুরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার দায়ের করেন।
গ্রেফতারকৃত ওবাইদুল ইসলাম তুহিন জেলার জীবননগর উপজেলার শাহপুর গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে ও চুয়াডাঙ্গা শহরের কালেক্টরেট স্কুলের সমাজ বিজ্ঞানের শিক্ষক।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের কালেক্টরেট স্কুলের সমাজ বিজ্ঞানের শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনের কাছে প্রাইভেট পড়তো একই স্কুলের ৫ম শ্রেণির এক ছাত্রী। প্রতিদিনের মতো রোববার সকাল পৌনে ১০টায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে স্কুলের অদূরে সানফ্লাওয়ার স্কুলে যায়। সেখানে প্রাইভেট পড়ার এক পর্যায়ে অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন শিক্ষক তুহিন। আর ভুক্তভোগী শিক্ষার্থীকে ছুটি না দিয়ে বলেন আরও অংক করতে হবে। অংক করার এক পর্যায়ে খাতা দেখার সময় ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেন শিক্ষক তুহিন। এ সময় ওই শিক্ষার্থী কান্নাকাটি করতে থাকে। পরে আবারও জাপটে ধরতে চাইলে শিক্ষার্থী দৌড়ে পালানোর সময় রাস্তায় ভুক্তভোগীর মামা দেখে স্কুল শিক্ষার্থীকে বাড়িতে নিয়ে যায় এবং অভিভাবকের কাছে ঘটনা খুলে বলে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে গ্রেফতার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আর গ্রেফতারকৃত শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ইউএইচ/
Leave a reply