ভুটানকে বিধ্বস্ত করে সাফের সেমিতে লেবানন

|

ভুটানকে বিধ্বস্ত করে সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে লেবানন। রোববার (২৫ জুন) রাতে ভারতের শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ৪-১ গোলে ভুটানকে হারায় তারা।

ভুটানের বিপক্ষে প্রথমার্ধেই ৪ গোল করে সাফ চ্যাম্পিয়নশিপের সেমি ফাইনালে এক পা দিয়ে রাখে লেবানন। খেলার ১০ মিনিটেই ভুটানের জালে বল জড়ান মোহাম্মদ সাদেক। লেবাননের হয়ে ২৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আলি আল হাজ। ৩৫ মিনিটে তৃতীয় গোল করেন খলিল বাদের। আর প্রথমার্ধের শেষ দিকে স্কোর লাইন ৪-০ করেন মাহাদি জেইন।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিরতির পরে মাঠে নেমে আর কোনো গোলই দিতে পারেনি লেবানন। তবে ভুটান দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দিতে সমর্থ হয়। খেলার ৭৯ মিনিটে ভুটানের হয়ে গোলটি করেন চেনচো গেলটশেন।

এই হারে আনুষ্ঠানিকভাবে সাফ চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ভুটান। গ্রুপ পর্বের শেষ খেলায় মালদ্বীপের মুখোমুখি হবে লেবানন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply