মদনে বাবাকে মারধরের অভিযোগে ছেলে গ্রেফতার

|

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

নেত্রকোণার মদন উপজেলায় টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে সাইমন তালুকদার (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ জুন) মদন উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামে এমন ঘটনা ঘটেছে। সাইমন তালুকদার ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সাইমন তালুকদার মাদকে আসক্ত হয়ে প্রায় সময় টাকার জন্য নিজের বাবাকে নির্যাতন করতো। এর আগে নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা নূরুল ইসলাম ছেলের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। সাইমন ৫ মাস জেল খেটে সম্প্রতি জামিনে ছাড়া পায়। বাড়িতে গিয়েই টাকার জন্য বাবাকে কয়েক দফা নির্যাতন চালায়। রোববার (২৫ জুন) বিকেলে টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধর করলে পরিবারের লোকজন তাকে বেঁধে থানায় খবর দেয়। পরে পুলিশ রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, টাকার জন্য নিজের বৃদ্ধ বাবাকে মারধরের মামলায় জেল হাজতে ছিল সাইমন। জামিনে গিয়ে আরও কয়েকবার তারা বাবাকে মারধর করে। রোববার মারধরের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পূর্বের মামলায় তার বিরুদ্ধে রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাকে আগামীকাল নেত্রকোণা আদালতে পাঠানো হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply