সুইডেনে রোলার কোস্টার লাইনচ্যুত হয়ে প্রাণ হারিয়েছে একজন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। রোববার (২৫ জুন) রাজধানী স্টকহোমের গ্রোনা লুন্ড বিনোদন পার্কে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দেশটির স্থানীয় গণমাধ্যম জানায়, রাইড চলাকালীন রোলার কোস্টারটি আংশিক লাইনচ্যুত হয়, ফলে নিচে পড়ে যায় এতে থাকা বেশ কিছু আরোহী।
প্রশাসন জানায়, পার্কটি সম্পূর্ণ খালি করে তদন্ত চলছে। প্রক্রিয়া শেষে এর কারণ বলা যাবে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে পার্কটি। এছাড়া আর কোনো মন্তব্য করতে তারা রাজি হয়নি তারা।
প্রসঙ্গত, স্টিলের ট্র্যাকের ওপর দিয়ে ৯০ কিলোমিটার বেগে রোলার কোস্টারটি চলছিল। প্রতি বছর ১০ লাখের বেশি দর্শনার্থী পার্কে ভিড় জমায়।
এটিএম/
Leave a reply