বাগেরহাট প্রতিনিধি:
নানা বাড়িতে ঈদ করতে গিয়ে পানিতে ডুবে দুই আপন খালাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবদার শেখের বাড়ির পাশে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামের আমিনুল ইসলামের মেয়ে আফছা (৪) ও চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের মিরাজ শেখের সাড়ে তিন বছর বয়সী মেয়ে মইমুনা।
দুই শিশুর নানা আবদার শেখ বলেন, নাতনী মইমুনা বেশ কিছুদিন ধরে আমার বাড়ি থাকতো। তিনদিন আগে চিতলমারী থেকে তার মায়ের সাথে আফছা বেড়াতে আসে। এখানে তাদের আরও কিছুদিন থাকার কথা ছিল। রোববার সকালে দুই নাতনি বাড়ির পাশে দোকানের দিকে যায়। বেশ কিছু সময় পার হলে ফিরে না আসায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। পরে পুকুরপাড়ে জুতা দেখে তল্লাশি চালিয়ে দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুকুরে ডুবে দুই শিশু মৃত্যুর খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম।
এটিএম/
Leave a reply