হ্যাটট্রিক হারে বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই বিদায় নিয়েছে আয়ারল্যান্ড। শ্রীলঙ্কার দেয়া ৩২৬ রানের টার্গেটে খেলতে নেমে ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিন ঘূর্ণিতে মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ১৩৩ রানের বিশাল হারে বিশ্বকাপের স্বপ্ন ভাঙে আয়ারল্যান্ডের।
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছে জিম্বাবুয়েতে। সেখানে পরপর তিনটি ম্যাচে হেরে গিয়েই বিদায় নিশ্চিত হলো আয়ারল্যান্ডের। তাদের পক্ষে আর কোনওভাবেই সুপার সিক্স পর্বে যাওয়া সম্ভব হবে না। গ্রুপ বি থেকে বিদায় নিয়েছে আয়ারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। বাকি তিন দল খেলবে সুপার সিক্সে। শ্রীলঙ্কা ছাড়াও গ্রুপ বি থেকে পরের পর্বে যাবে স্কটল্যান্ড এবং ওমান। যে আয়ারল্যান্ড বিশ্বকাপের মঞ্চে এর আগে ইংল্যান্ডের মতো দলকে হারিয়েছে সেই দলটারই খেলা হচ্ছে না ২০২৩ বিশ্বকাপ।
এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ৫০ ওভারের বিশ্বকাপে খেলতে পারছে না আইরিশরা। ২০১৯ ইংল্যান্ড ওয়েলস বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা যখন ১৪ থেকে কমিয়ে ১০’এ আনা হয়, তখন মূলপর্বে কোয়ালিফাই করতে পারেনি আয়ারল্যান্ড।
আরও পড়ুন: ওয়াকারের ৩৩ বছর পর হাসারাঙ্গার টানা তিন ‘ফাইফার’
/এম ই
Leave a reply