বাংলাদেশ কি সাফের সেমিতে যেতে পারবে?

|

ছবি: সংগৃহীত

মালদ্বীপের বিপক্ষে জয়ের পর বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরার মনে নিশ্চিতভাবে স্বস্তির বাতাস বয়ে গেছে। রোববার (২৫ জুন) পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে থাকলেন জামাল, তারিকরা। এতে সেমির দরজা ‘বি’ গ্রুপের সবার জন্য উন্মুক্ত রইলো।

লেবাননের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ হার মানে ০-২ গোলে। বিশ বছর পর মালদ্বীপের বিপক্ষে পাওয়া এই জয়ে দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো ৩। মালদ্বীপেরও সমান পয়েন্ট। লেবাননের পয়েন্ট ৬।

২৮ জুন গ্রুপের শেষ ম্যাচ ভুটানের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬। তখন টাইগারদের সেমিফাইনালে যাবার ভালোই সম্ভাবনা থাকবে। ওই দিন মালদ্বীপও নিজেদের শেষ ম্যাচ খেলবে লেবাননের বিপক্ষে। সেদিনই চূড়ান্ত হবে, ‘বি’ গ্রুপ থেকে কোন দু’টি দল চ্যাম্পিয়ন-রানার্সআপ হবে।

মালদ্বীপ লেবাননের বিপক্ষে জিতলে (বাংলাদেশও যদি জেতে) তিন দলের পয়েন্ট হবে সমান (৬)। তখন গোলগড়ে যারা এগিয়ে থাকবে, তারাই যাবে মর্যাদার সেমিতে। যদি লেবানন জেতে অথবা মালদ্বীপ-লেবানন ম্যাচ নিষ্পত্তিহীন হয়, তখন ড্র করলেই চলবে টাইগারদের।

অর্থাৎ, কাগজে কলমে পরাশক্তি লেবাননেরও বাদ পড়ার আশঙ্কা রয়েছে, যদি লেবানন বিশাল ব্যবধানে হারে এবং বাংলাদেশ বড় জয় পায়। এখন এটাই দেখার, ক্যাবরেরা বাহিনী গ্রুপের হার্ডল পেরিয়ে সেমিফাইনালে খেলতে পারে কি না।

/এএম





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply