ঈদে রাজধানীর নিরাপত্তায় পুলিশ তৎপর থাকবে বলে জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন। সোমবার (২৬ জুন) সদরঘাটে ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নগরবাসীর উদ্দেশে এ সময় আইজিপি বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যার যার বাসা-বাড়ির সিসি ক্যামেরা সচল আছে কি না চেক করতে হবে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এর আগে, গাবতলী পশুর হাট পরিদর্শন করেন আইজিপি। পশুর হাট ও সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও তখন উল্লেখ করেন পুলিশ প্রধান।
এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন মানুষ। ঘরমুখো মানুষের চাপ বাড়ছে সড়কে। রাজধানী থেকে বের হওয়ার গুরুত্বপূর্ণ পথ গাবতলী বাসস্ট্যান্ডে থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা ঘরে ফিরছেন।
সোমবার সকাল থেকেই এই বাসস্ট্যান্ড থেকে ছেড়ে গেছে কয়েকশ গাড়ি। ছাড়বে ঈদের আগের রাত পর্যন্ত। ঈদে ঘরমুখো মানুষ আর যানবাহনের চাপ পড়েছে সড়কে। প্রতি ঈদের আগেই বাড়ে পরিবহন ভাড়া। এবারও তার ব্যতিক্রম হয়নি।
/এমএন
Leave a reply