‘আহারে আমরা কি জীবনে কোনো দিন এ রকম অভিনয় করতে পারব,’ আদিম দেখে জয়া

|

৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত বছরের সেপ্টেম্বরে নেটপ্যাক জুরি পুরস্কার জেতে বাংলাদেশের ‘আদিম’ ছবিটি। এরপর আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। ছবিটির কথা পৌঁছে যায় দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের কান পর্যন্ত। তিনিও ছবিটি দেখার উপায় খুঁজছিলেন। অবশেষে তিনি বুয়েট ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘চলতরঙ্গ’ শিরোনামে আয়োজিত চলচ্চিত্র উৎসবে দেখে ফেললেন ছবিটি। মুগ্ধতাও প্রকাশ করলেন। পাঁচ দিনব্যাপী সিনে সপ্তাহের বুধবার শেষ দিন।

২০১৮ সালে ‘আদিম’ ছবির নির্মাণকাজ শুরু করেন যুবরাজ শামীম। শুটিংয়ে নানা বাধাবিপত্তি পেরোতে হয়েছে। অর্থাভাবে কখনো শুটিং বন্ধও থেকেছে। শেয়ার বিক্রি করে অর্থ সংস্থান করে সিনেমার কাজ চালিয়ে গেছেন নির্মাতা। ৫৩ জন শেয়ার কিনে সিনেমার অর্থায়নে অবদান রেখেছেন। পরিচালক বললেন, ‘এখন কিছু মানুষ আমাকে চেনেন, তখন আমাকে কেউ চিনতেন না। না চিনেও আমার ওপর আস্থা রাখলেন, এটা আমার কাছে আশ্চর্য লাগে।’ গত ২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আদিম’।





সম্পর্কিত আরও পড়ুন






Leave a reply