আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলেই র‍্যাঙ্কিংয়ে পাঁচে উঠবে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

আগামী মাস থেকে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্টে দাপুটে জয় পাওয়া টাইগাররা এবার চোখ রাখছে ওয়ানডে সিরিজের ট্রফিতে। আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলেই প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে আসবে তামিম-সাকিব’রা।

আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান সপ্তম, রেটিং পয়েন্ট ৯৮। এদিকে ১০১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে দক্ষিণ আফ্রিকা এবং সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে ইংল্যান্ড অবস্থান করছে। তবে আসন্ন ওয়ানডে সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করতে পারলে ৩ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের, যা গিয়ে দাঁড়াবে ১০১। ফলে ইংল্যান্ড ৬ ও দক্ষিণ আফ্রিকা তালিকার ৭ নম্বরে নেমে যাবে। আর তাতেই দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে টপকে টেবিলের ৫ নম্বরে উঠে আসবে বাংলাদেশ।

২-১ ব্যবধানে সিরিজ জিতলে, রেটিং-র‍্যাঙ্কিংয়ে কোনোটাই পরিবর্তন হবে না বাংলাদেশের। তবে ২-১ ব্যবধানে আফগানিস্তান সিরিজ জিতলে, ৩ রেটিং হারাবে বাংলাদেশ। যদিও বাংলাদেশ থাকবে ৭ নম্বরেই। যদি বাংলাদেশ ৩ ম্যাচেই হারে, তাহলে নেমে যাবে র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে। বাংলাদেশের চেয়ে ৩ রেটিং এগিয়ে ৭ নম্বরে উঠে যাবে আফগানিস্তান।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply