উত্তরপ্রদেশে শিশুর জিহ্বায় অপারেশনের পরিবর্তে খৎনা করানোর অভিযোগ

|

প্রতীকী ছবি

উত্তরপ্রদেশের একটি হাসপাতালে এক শিশুর (২) জিহ্বায় অস্ত্রোপচারের পরিবর্তে তার খৎনা করানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।

রোববার (২৫ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, উত্তরপ্রদেশের এম খান হাসপাতালে একটি শিশুর জিহ্বা অস্ত্রোপচারের পরিবর্তে খৎনা করানোর ঘটনা ঘটে। বিষয়টির তদন্তে এরইমধ্যে স্বাস্থ্য বিভাগের একটি দলকে সেখানে পাঠিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

শনিবার (২৪ জুন) পোস্ট করা এক টুইটে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানান, বেরেলিতে শিশুর জিহ্বার অপারেশনের পরিবর্তে খৎনা সংক্রান্ত বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করতে স্বাস্থ্য বিভাগের একটি দলকে সেখানে পাঠিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে হাসপাতালটি সিলগালা করাসহ অভিযুক্ত ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। 

এ প্রসঙ্গে সেখানকার চিফ মেডিকেল অফিসার ডা. বলবীর সিং জানান, স্টামারের চিকিৎসার জন্য এম খান হাসপাতালে গিয়েছিল শিশুটির পরিবার। যেখানে তাদেরকে শিশুটির জিহ্বার অপারেশনের পরামর্শ দেয়া হয়েছিল। কিন্তু, অপারেশনের পর ‘চিকিৎসকরা জিহ্বায় অস্ত্রোপচার না করে খৎনা করিয়েছেন’- বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। 

এদিকে, এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উত্তরপ্রদেশের হিন্দু অধিকার বিষয়ক সংগঠন। আর, যে কোনো অস্থিতিশীল বা সহিংস পরিস্থিতি সামলাতে হাসপাতালটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply