‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক’— এই ধ্বনিতে এখন মুখর পবিত্র আরাফাতের ময়দান। সোমবার (২৬ জুন) রাত থেকেই আরাফাতে অবস্থান নিতে শুরু করেন অনেক মুসল্লি। খবর রয়টার্সের।
মঙ্গলবার মিনায় ফজরের নামাজ আদায় শেষে আরাফাতের উদ্দেশে রওনা দেবেন বেশিরভাগ মানুষ। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটির সব নিয়মকানুন নির্বিঘ্নে পালনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
আজ স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে শুরু হবে হজের মূল খুৎবা। কিছুক্ষণ বিরতির পর জোহর আর আছরের নামাজ একসাথে আদায় করবেন হাজিরা। আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের ঠিক আগে আগে হাজিরা যাবেন মুজদালিফায়। সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে আদায়ের পর শয়তানকে মারার জন্য সংগ্রহ করবেন পাথর। পরদিন ভোরে মিনায় ফিরে শয়তানের প্রতীক লক্ষ্য করে পাথর ছুঁড়বেন তারা। এরপর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন। পবিত্র কাবা ঘরে করবেন বিদায় তাওয়াফ। এ বছর ২৬ লাখ মানুষ হজ পালন করছেন।
/এমএন
Leave a reply