ওয়াগনার বাহিনীর বিদ্রোহের মূল হোতাদের বিচারের আওতায় আনা হবে, এমন হুঁশিয়ারি বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর রয়টার্সের।
ভাড়াটে সেনাদলটির প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনের নাম সরাসরি উচ্চারণ করেননি তিনি। তবে এক সময়ের মিত্রের বিরুদ্ধে আবারও পিছন থেকে ছুরি বসানোর অভিযোগ করেন। ওয়াগনার গ্রুপের নিয়মিত সেনাদের অবশ্য দেশপ্রেমিক আখ্যা দেন পুতিন। রক্তপাত এড়ানোর জন্য সাধুবাদও জানান।
ওয়াগনার সদস্যদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তির সুযোগ দেয়া হবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। নিয়মিত সেনাবাহিনীতে যোগদান, বেলারুশ যাওয়া অথবা বাড়ি ফেরা— মার্সেনারিদের সামনে এ তিনটি দরজা খোলা রয়েছে বলেও জানান।
পশ্চিমাদের দিকে অভিযোগের আঙ্গুল তুলে পুতিন বলেন, রাশিয়ায় তারা রক্তপাত দেখতে চেয়েছিল।
এদিকে, অডিও বার্তায় ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বলেন, প্রতিরক্ষা বিভাগের ভুলের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ ছিল তার দলের বিদ্রোহ। তবে দেশের প্রতি তাদের পূর্ণ আনুগত্য আছে বলে দাবি করেন।
সমঝোতা চুক্তির পর নিজের অবস্থান স্পষ্ট না করে ইয়েভগেনি প্রিগোঝিন দাবি করেন, প্রশাসন উৎক্ষাতের কোনো লক্ষ্য ছিল না তার।
/এমএন
Leave a reply