ঈদে বৃষ্টির সম্ভাবনা: ‘নামাজের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন’

|

ঈদে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সবাই যেন ঈদের নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৭ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের জামাতের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। জানিয়েছেন, ঈদের দিন দুপুর থেকে কোরবানির বর্জ্য অপসারণ শুরু হবে। আর ঈদের ২ দিনের মধ্য কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। তবে তৃতীয় দিন কেউ যেন কোরবানি না দেয়, সেজন্য অনুরোধ জানান মেয়র।

বর্জ্য অপসারণে দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে বলেও এ সময় উল্লেখ করেন মেয়র তাপস।

ঈদের সময় ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান ঢাক্ষা দক্ষিণ সিটির মেয়র। জানালেন, এ সময় কোথাও যেন পানি জমে না থাকে সেজন্য চিরুনি অভিযান চলবে। লার্ভা পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply