পশ্চিম তীরের আরও জায়গা দখলের পরিকল্পনা ইসরায়েলের, নির্মিত হবে নতুন ৬ হাজার বসতি

|

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে কয়েক হাজার আবাসিক স্থাপনা নির্মাণ করবে ইসরায়েল। এ লক্ষ্যে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য প্রায় ৬ হাজার আবাসিক স্থাপনা নির্মাণের অনুমোদন দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। খবর আল জাজিরার।

অধিকৃত অঞ্চলটিতে চলমান সহিংসতা ও বসতি নির্মাণ বন্ধ করার মার্কিন প্রশাসনের চাপের মধ্যেই এমন পদক্ষেপ নিলো ইসরায়েল। সোমবার (২৬ জুন) সুপ্রিম প্যানেল কাউন্সিল এই অনুমোদন দেয়। তবে কবে নাগাদ কাজ শুরু হবে এ নিয়ে কিছু জানায়নি। এছাড়াও ৮১৮টি আবাসিক স্থাপনাকে চূড়ান্ত অনুমোদন দেয় কাউন্সিল। ইহুদি বসতি স্থাপনকারীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

অঞ্চলটিতে বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু নেতানিয়াহু প্রশাসন কোনো তোয়াক্কা না করে বসতি স্থাপন অব্যাহত রেখেছে। ১৯৬৭ সালে আবর ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলে নেয় ইসরায়েল। এরপর থেকেই ধীরে ধীরে দখলকৃত স্থানের পরিমাণ বাড়াচ্ছে দেশটি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply