২০২৩ বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে আইসিসি। ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ৫ অক্টোবর আহমেদাবাদে শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের বৃহত্তম এই আসর। আফগানিস্তানের বিরুদ্ধে ধর্মশালায় ৭ অক্টোবর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পেইন।
রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল অপর ৯টি দলের বিরুদ্ধে খেলবে। নকআউট পর্ব ও সেমিফাইনালে কোয়ালিফাই করবে শীর্ষ চারটি দল। ১৫ নভেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। পরেরদিন কলকাতায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনালের লড়াই।
আরও পড়ুন: ক্রিকেট বিশ্বকাপের সূচি প্রকাশ, ৫ অক্টোবর আহমেদাবাদে উঠছে পর্দা
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৯ নভেম্বর বসতে যাচ্ছে ফাইনালের মহারণ। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ২০ নভেম্বর তারিখটি।
নকআউট পর্বের তিনটিই হবে দিবা-রাত্রির ম্যাচ। স্থানীয় সময় দুপুর ২টায় মাঠে গড়াবে নকআউটের ম্যাচগুলো।
আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশের কোন ম্যাচ কবে
/এম ই
Leave a reply