পাল্টা আক্রমণে আরও একটি অঞ্চল ছিনিয়ে নেয়ার দাবি ইউক্রেনের

|

রাশিয়ার শক্ত প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দক্ষিণাঞ্চলের আরেকটি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছে ইউক্রেনীয় সেনারা। খবর কিয়েভ পোস্টের।

ওই ভিডিওতে ইউক্রেনের সেনা সদস্যরা জানান, পাল্টা আক্রমণ শুরুর পর এখন পর্যন্ত ৯টি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে। ১৩০ বর্গ কিলোমিটার এলাকা পুনরায় নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলেও জানান তারা।

সোমবার (২৬ জুন) ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ইউক্রেনের সেনারা একটি বিধ্বস্ত ভবনের সামনে পতাকা উড়াচ্ছে। তবে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো।

এদিকে ওয়াগনার বাহিনীর বিদ্রোহের পর রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট পুতিন জানান, ওয়াগনার যোদ্ধারা চাইলে বেলারুশে যেতে পারে। অথবা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে চুক্তি করে কাজ করতে পারবে। তবে রাশিয়ার গণমাধ্যমের তথ্য মতে, প্রিগোঝিন এখনও তদন্তের আওতায় আছেন। বহাল আছে ফৌজদারি মামলাও। ভাষণে ওয়াগনার বিদ্রোহীদের দমনে নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনাও জানান পুতিন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply