সালমানকে হত্যা করতে মরিয়া গ্যাংস্টার গোল্ডি ব্রার

|

হিন্দুস্তান টাইমস থেকে সংগৃহীত ছবি।

সম্প্রতি ভারতের আলোচিত আলোচিত গ্যাংস্টার গোল্ডি ব্রার দাবি করেছেন, সালমানকে অবশ্যই হত্যা করা হবে। বলিউড স্টারকে প্রকাশ্যে এমন প্রাণনাশের হুমকির ঘটনায় শোরগোল পড়ে গেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

২০২২ সালের ২৯ মে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় জনপ্রিয় পাঞ্জাবি র‍্যাপার ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে (২৯)। তার খুনে অভিযুক্ত গ্যাংস্টার গোল্ডি ব্রার আদতে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী। গত বছরের শেষদিকে গোল্ডিকে যুক্তরাষ্ট্রে আটকের খবর পাওয়া গেলেও বাস্তবতা হলো; গোল্ডি এখনও ফেরারি। পলাতক এ মাফিয়া এবার জনসমক্ষে জানালেন, তার আসন্ন শিকারের তালিকায় আছে সালমান খানের নাম!

এর আগে, গত বছরের মার্চে প্রাণনাশের হুমকি পান বলিউড অভিনেতা সালমান। তবে এতোদিন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি গোল্ডি বা তার সহযোগীরা। তবে এই প্রথমবারের মতো জনসমক্ষে সালমান খানকে খুন করার পরিকল্পনার কথা জানিয়ে ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে গোল্ডি বলেন, আমরা অবশ্যই সালমান খানকে খুন করার পরিকল্পনা করছি। লরেন্স ভাই জানিয়েছেন, তিনি ক্ষমা চাইবেন না। শুধু সালমনই নন, আমরা আমাদের সব শত্রুকে শেষ করব। সালমান খান যে বর্তমানে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ টার্গেট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা সফল হলেই বুঝতে পারবেন।

এদিকে, গত বছরের জুন থেকেই সক্রিয় হয়ে উঠেছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণই। তখনই সালমান ও তার বাবা সেলিম খানকে চিঠি দেয়া হয় হত্যার হুমকি দিয়ে। চলতি বছরের মার্চে মুম্বাই পুলিশের কাছে সালমান খানকে হুমকি দিয়ে ই-মেইল পাঠায় কে বা কারা। এরমধ্যে, লরেন্স জেলবন্দি হলেও তার অন্যতম সহযোগী গোল্ডিকে এখনও বাগে আনতে পারেনি পুলিশ।

জানা গেছে, ২০১৮ সাল থেকেই সালমান খানকে হত্যার পরিকল্পনা করে আসছে বিষ্ণই। সেই সময় খুনের হুমকির অভিযোগে তার এক সহযোগীকে গ্রেফতারও করে পুলিশ। মাঝে পাঞ্জাব পুলিশ জানায়, লরেন্স বিষ্ণইয়ের সহযোগীরা মুম্বাইয়ে সালমানের বাড়ির আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল। সালমানের পানভেলের ফার্মহাউজে ঢোকার মুখেও তাকে হত্যার ছক কষেছিলেন লরেন্স। এমনকি ভাড়া করা হয়েছিল শার্প শ্যুটারও!

উল্লেখ্য, নিরামিষভোজী বিষ্ণইদের কাছে প্রাণী হত্যা মহাপাপ। ১৯৯৮ সালে যোধপুরে সিনেমার শ্যুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমান খানের বিরুদ্ধে। তখন থেকেই বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূলে পরিণত হয়েছেন বলিউডের ভাইজান।

/এসএইচ
       
        


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply