এবারের ক্লাব বিশ্বকাপ হবে জেদ্দায়

|

ছবি: সংগৃহীত

২০২৩ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবের শহর জেদ্দায়। সোমবার (২৬ জুন) বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এই খবর নিশ্চিত করেছে। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম প্রস্তুত এই প্রতিযোগিতার জন্য। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের স্বাগতিক হবে সৌদি আরব। খবর গোল ডটকমের।

ক্লাব বিশ্বকাপের ২০তম আসর এটি। ৬ মহাদেশের ৭ ক্লাবকে নিয়ে আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর হবে টুর্নামেন্টটি। জেদ্দার দুটি মাঠে হবে ম্যাচগুলি।

ফিফার ঘোষণার পর সৌদি আরব ফুটবল ফেডারেশন সভাপতি ইয়াসের আল মিশেহাল বলেন, আমরা আনন্দিত যে জেদ্দা, তার অত্যাধুনিক সুযোগ-সুবিধা এবং বড় আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের জন্য খ্যাতি পেয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে।

ক্লাব বিশ্বকাপের বর্তমান ফরম্যাটে এটিই শেষ আসর। এরপর ৩২ দলকে নিয়ে টুর্নামেন্ট হবে চার বছর পরপর। ২০২৫ সালে প্রথম আসরটি হবে যুক্তরাষ্ট্রে।

নতুন সেই ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে ২০২১ থেকে ২০২৪ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নরা। ইউরোপ থেকে তাই চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলা নিশ্চিত হয়ে গেছে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply