সেমিফাইনাল নিশ্চিত করেই দেশবাসীকে ‘ঈদ মোবারক’ বলতে চান জামাল

|

সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

মামুনুর রশিদ:

১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলার লক্ষ্যে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ জিতে সরাসরি সেমিফাইনালে খেলতে চান হ্যাভিয়ার ক্যাবরেরা, আর অধিনায়ক জামাল ভূঁইয়াও বলছেন, তিন পয়েন্টের জন্যই মাঠে নামবেন তারা। সেমিফাইনাল নিশ্চিত করেই দেশবাসীকে ‘ঈদ মোবারক’ বলতে চান তিনি।

বুধবার (২৮ জুন) বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টায় শুরু হবে ম্যাচটি।

মঙ্গলবার (২৭ জুন) বেঙ্গালুরুতে বাংলাদেশের অনুশীলনে হানা দিলেও বাংলাদেশকে এতোটুকুও দমাতে পারেনি বৃষ্টি। ১৪ বছর পর সেমি খেলতে যাওয়া বাংলাদেশ অনুশীলনে একবিন্দুও ছাড় দিতে চায় না ক্যাবরেরা শিষ্যরা। ভুটানের বিপক্ষে ম‍্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের ভাবনায়ও। তাই তো, বৃষ্টির মধ‍্যেই আক্রমণ ভাগ নিয়ে ক‍্যাবরেরা সাজিয়েছেন গোল করানোর রণকৌশল।

বাংলাদেশের কোচ হ‍্যাভিয়ের ক‍্যাবরেরা বলেন, আমরা কোনো পরিসংখ‍্যান নিয়ে ভাবছি না। আমরা মাঠে তিন পয়েন্টের জন‍্যই নামবো। আগের ম‍্যাচগুলোর মতো এ ম‍্যাচের জন‍্যও আমাদের আলাদা পরিকল্পনা আছে। সেটা ঠিকমতো কাজ করলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারবো আশা করি।

মালদ্বীপ হারলে শুধুই ড্রয়ের প্রয়োজন বাংলাদেশের। আর মালদ্বীপ লেবাননকে হারালে গণনা করা হবে গোল ব‍্যবধান। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দাড়াবে মালদ্বীপ, লেবাননকে কত গোলের ব‍্যবধানে হারাচ্ছে।

তবে ভুটানের বিপক্ষে তারিক কাজীকে পাচ্ছে না বাংলাদেশ দল। জানা গেছে, ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য এ ডিফেন্ডার। সেক্ষেত্রে ডিফেন্স লাইনে পরিবর্তন আসছে তা নিশ্চিতভাবেই বলা যায়। এছাড়াও মূল একাদশে সুযোগ হতে পারে মোরসালিনের।

বাংলাদেশের কোচ হ‍্যাভিয়ের ক‍্যাবরেরা আরও বলেন, আমরা একটা প্রক্রিয়ার মধ‍্যে আছি। সে প্রক্রিয়ায় জয়ও পাচ্ছি। এতে ভালো একটা অভ‍্যাস হচ্ছে। জয়ে অভ‍্যস্ত হতে পারলে সেটা পরের ম‍্যাচে দলকে জিততে সাহায‍্য করে। এই ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই।

এর আগে, ১৩ বার ভুটানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১০ জয় বাংলাদেশের। সাফে ৬ বারের দেখায় ৫ জয় লাল-সবুজদের। এমন সমীকরণ সামনে রেখে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আর, কুরবানি ঈদের আগে দেশবাসীকে জয় উপহার দিতে চান বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া।

জামাল বলেন, ঈদের আগে বাংলাদেশের খেলা। আমি চাই সবাই একসাথে খেলা দেখবে। আমরা তিন পয়েন্ট নিতে পারলে পুরো দেশ খুশি হবে। তখন সবাইকে ঈদ মোবারক বলবো।

পরিসংখ‍্যান, দলের পরিবর্তন সব ছাপিয়ে বাংলাদেশ দলের চাওয়া একটাই, জয়।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply