ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। খবর রয়টার্সের।

হিজবুল্লাহর সাথে সম্পৃক্ত ওয়ার মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল সীমান্তবর্তী আকাশ সীমায় ড্রোনটিকে দেখা যায়। সেখানেই মিসাইল ছুঁড়ে সেটিকে ভূপাতিত করা হয়। তবে এ নিয়ে আর কোনো তথ্য জানানো হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর রুটিন পরীক্ষার সময় দুর্ঘটনাবশত লেবাননের আকাশসীমায় প্রবেশ করে ড্রোনটি। বেশ কিছুদিন ধরেই পরস্পরের ড্রোন ভূপাতিত করছে দেশগুলো। গত মাসে লেবানন থেকেও একটি ড্রোন ঢুকে পড়ে ইসরায়েলি সীমানায়; যা মিসাইল ছুঁড়ে ধ্বংস করা হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply