Site icon Jamuna Television

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ৫ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে মঙ্গলবার (২৭ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এগারো তলা ভবনের পঞ্চম তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ফায়ার ফাইটার শিহাব উদ্দিন যমুনা টেলিভিশনকে বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার কাজ এখনো শেষ হয়নি। অগ্নিকাণ্ডে একজন মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

এদিকে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এএআর/

Exit mobile version