Site icon Jamuna Television

সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আজ, পশু কোরবানি দেবেন হাজিরাও

আজ সৌদি আরবে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন হাজিরা। দেশটির ঘরে ঘরে চলছে পশু কোরবানি আর মাংস রান্না ও প্রক্রিয়াজাত করার হিড়িক। এরই মধ্যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর আরব নিউজের।

এর আগে মঙ্গলবার (২৭ জুন) হাজিরা রাত্রিযাপন করেন মুজদালিফায়। সেখানেই, একযোগে মাগরিব ও এশার নামাজ আদায় করেন তারা। ভোরের আলো না ফুটতেই মিনার উদ্দেশে রওনা করেন অনেকে।

সেখানে আল জামারায় শয়তানের প্রতিকৃতিতে নিয়মানুসারে তিনটি পাথর ছুঁড়বেন তারা। তারপর মাথা ন্যাড়া করে ইহরামের কাপড় ছাড়বেন। পশু কোরবানির মাধ্যমে পালন করবেন ঈদুল আজহার আনুষ্ঠানিকতাও।

সবশেষ মক্কায় ফিরে কাবা ঘরে বিদায়ী তাওয়াফ করবেন হাজিরা। মঙ্গলবার আরাফাত ময়দানের খুৎবায় মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরালো করার আহ্বান জানানো হয়। প্রায় ২৬ লাখ মুসল্লির কণ্ঠে একযোগে উচ্চারিত হয় ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনি।

এসজেড/

Exit mobile version