Site icon Jamuna Television

ঈদের আগের দিনও ঘরমুখো মানুষের চাপ বাস টার্মিনালে

স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে ঈদের আগের দিনও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে মানুষের ভিড় দেখা গেছে। তবে ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে বাড়তি মাত্রা যোগ হয়েছে মানুষের দুর্ভোগে।

ঈদ উপলক্ষ্যে গাবতলী থেকে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের যাত্রীরা ফিরছেন নিজ গ্রামে। যাত্রীর চাপ বাড়ায় এই রুটে তৈরি হয়েছে যানজটও। বাস টার্মিনালগুলোতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের।

যাত্রীরা জানান, নির্ধারিত সময়ে কোনো বাস ছাড়ছে না। অধিকাংশ বাস দেড় থেকে চার ঘণ্টা পর্যন্ত দেরিতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।

পরিবহন কর্তৃপক্ষ বলছে, যমুনা সেতুর টোল প্লাজায় ব্যাপক যানজট তৈরি হয়েছে। সেই যানজট ঠেলে ঢাকায় ফিরতেই দুই থেকে তিন ঘণ্টা করে দেরি হচ্ছে বাসগুলোর। এরপর আমিন বাজার থেকে টেকনিক্যাল ঘুরে গাবতলী আসতে আরও দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগছে। এর ফলে অধিকাংশ রুটে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

এসজেড/

Exit mobile version