চলছে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নজরকাড়া নৌ-মহড়া

|

এপি থেকে সংগৃহীত ছবি।

নজরকাড়া নৌ-মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর। মঙ্গলবার (২৭ জুন) থেকে ফিলিপিন্সের সমুদ্রে শক্তিমত্তা প্রদর্শন করছে দেশগুলো। খবর এপির।

চলতি বছর ‘প্যাসিফিক গ্রিফিন- টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি’ নামে চালানো হচ্ছে এ যৌথ মহড়া। মহড়ার অংশ হিসেবে জাহাজ থেকে ছোঁড়া হয় বেশকিছু মিসাইল। এছাড়াও, দেখানো হয় প্রতিরোধ গড়ে তোলার কৌশল।

জানা গেছে, দুই সপ্তাহে প্রশিক্ষণের অংশ হিসেবে এ প্রদর্শনী। এসময়, ভূমি ও সাগরে সক্ষমতা ঝালাই করবে সিঙ্গাপুর। মূলত, চীনের আঞ্চলিক প্রভাব কমাতে ও এশিয়ার দেশগুলোর সাথে সম্পর্ক জোরালো করার ওপর জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply