ঈদের দিন আবহাওয়া কেমন হবে?

|

ঈদের দিন এবার ভোগান্তি নিয়ে কাটাতে হবে। পশু কোরবানি দিতেও হবে ঝামেলা। কারণ বৃষ্টি। ঈদের দিন পুরোটা সময় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আর এনিয়ে দুশ্চিন্তায় আছেন কোরবানি দিতে ইচ্ছুক সাধারণ মানুষ।

ঈদের আগের দিন থেকে ঝুম বৃষ্টি দেখছে দেশের বেশিরভাগ মানুষ। বৃষ্টির জন্য সূর্যের দেখা মেলেনি। তবে বৃষ্টিতে গরুর হাট ছাড়া ভোগান্তি নেই নগরে। ঈদের ছুটিতে ঘরে বসেই সময় কাটছে অনেকের। তবে এমন সুন্দর আবহাওয়া চিন্তার ভাজ ফেলে দিচ্ছে ঈদের দিন ঘিরে। আবহাওয়ার পূর্বাভাস যা বলছে এদিন বৃষ্টি হবে।

এই যখন আগাম তথ্য, তখন দুশ্চিন্তায় কোরবানি দিতে যাওয়া মানুষের। হাট থেকে পশু কিনে আনা অথবা অলিগলি রাস্তায় বৃষ্টির জন্য পশু রাখারই দায়। সেখানে বৃষ্টির মধ্যে পশু কোরবানি এবং মাংস বণ্টন হবে কীভাবে!

সমস্যা যতোই হোক মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসবে বৃষ্টি বাঁধা হবে না বলছেন সাধারণ মানুষ। বিগত দিনে যে ভয়াবহ গরম পড়েছে তারচেয়ে বৃষ্টির আবহাওয়া স্বস্তিদায়কই বলছেন তারা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply