যেভাবে ঈদ উদযাপন করছেন পেসার এবাদত (ভিডিও)

|

জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরীকে ‘সিলেট রকেট’ নামে চেনে ক্রিকেটপ্রেমীরা; আবার কেউ বলেন ‘সিলেট এক্সপ্রেস’ও। ম্যাচে উইকেট নিয়ে ফৌজি কায়দায় স্যালুট দেয়া এ ক্রিকেটার এবারের ঈদ পালন করছেন নিজের বাড়ি মৌলভীবাজারে। শৈশবের ঈদ, ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে।

প্রশ্ন: এবারের ঈদের পরিকল্পনা কী? কীভাবে কাটাবেন?
এবাদত হোসেন চৌধুরী: পরিকল্পনা বলতে এবার কোরবানির আগে আমার নতুন বাড়িতে ওঠার কথা ছিল। কিন্তু, দূর্ভাগ্যজনকভাবে এবার ওঠা হলো না, আরও সপ্তাহখানের লাগবে কাজ পুরোপুরি শেষ হতে।

প্রশ্ন: শৈশবের ঈদ কীভাবে কাটতো?
এবাদত হোসেন চৌধুরী: ছোটবেলায় তো নামাজ শেষে বাড়ি ফিরে সেমাই বা মিষ্টি খাওয়া হতো, মেলায় গিয়ে বল-ব্যাট কেনা হতো। আরেকটু বড় হওয়ার পর ঈদের নামাজের পর বাড়ি এসে খেয়ে ক্রিকেট খেলতে যেতাম।

প্রশ্ন: পরিবারে কে কে আছেন? নিজের সংসার কবে হবে? পছন্দের কেউ আছে কিনা?
এবাদত হোসেন চৌধুরী: আমার মা-বাবা, ভাই-বোন সবাই আছেন। আমরা ৫ ভাই এক বোন। বোন আমার বড় আর ভাইদের মধ্যে আমি বড়। নিজের সংসারের ব্যাপারে এখনও কোনো পরিকল্পনা নেই। উপরওয়ালাই বলতে পারবেন কবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply