‘কানাডায় বনভূমি পুড়ে ১৬ কোটি টন কার্বন নিঃসরণ হয়েছে’

|

কানাডায় দাবানলে বনভূমি পুড়ে নিঃসরণ হয়েছে ১৬ কোটি টন কার্বন। বুধবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির আবহাওয়া দফতর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়েছে, দাবানলে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে কুইবেক এবং অন্টারিওতে। ধোঁয়া এখনো ছেয়ে আছে যুক্তরাষ্ট্রের পূর্ব এ মধ্যাঞ্চলে। চরম অস্বাস্থ্যকর হয়ে পড়েছে বাতাসের গুণগত মান। বেশ কিছু এলাকায় সতর্কতা জরুরি অ্যালার্ট জারি রয়েছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এমন পরিস্থিতির মধ্যেই স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছে প্রায় ১০ কোটি বাসিন্দা। যা চরম স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে বলে। এমন আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। পূর্বাভাসে বলা হয়েছে, আরও কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এ বছর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়েছে কানাডায়। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৭৬ হাজার বর্গ কিলোমিটার বনভূমি পুড়ে গেছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply