ইউক্রেনের পক্ষে যুদ্ধ করা ১৬০ বিদেশি সেনার বিচার শুরু করছে রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের হয়ে ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করা ১৬০ বিদেশি সেনাকে বিচারের আওতায় আনতে যাচ্ছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

খবরে বলা হয়েছে, ৩৩টি দেশ থেকে ১৬০ জন এসেছিলেন ইউক্রেনের হয়ে লড়াই করতে। ফৌজদারি অপরাধের অভিযোগে তাদের বিচার শুরু হচ্ছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

তদন্ত কমিটি জানিয়েছে, তারা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন দফতর থেকে নথি সংগ্রহ করেছেন। যে ১৬০ জনের বিচার হচ্ছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, জর্জিয়া, লাটভিয়া, সুইডেনের নাগরিকও রয়েছেন।

পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অস্ত্র দেয়ার পাশাপাশি সেনা বা যোদ্ধা দিচ্ছে বলে অভিযোগ দীর্ঘদিন ধরেই করে আসছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের হয়ে ব্রিটিশ বাহিনীর সদস্য যুদ্ধ করছেন এবং ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভুখণ্ডের মধ্যকার সেতু ‘কার্চ ব্রিজে’ হামলায় পশ্চিমা সাহায্য করেছিল বলে অভিযোগ করেছিল রাশিয়া।

যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে পশ্চিমা দেশগুলো। এ পরিস্থিতিতে বিদেশি যোদ্ধাদের বিচার শুরু করলো রাশিয়া।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply