ফিফা র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়লো বাংলাদেশের

|

ছবি: সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ৫ দশমিক ৬২ বেড়ে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৮৮৯ দশমিক ৫ তে। যদিও অবস্থানে এখনো ১৯২তম স্থানেই আছে বাংলাদেশ ফুটবল দল।

বৃহস্পতিবার (২৯ জুন) র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ৬ এপ্রিল সংস্থাটির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৮৮৩ দশমিক ৮৮ পয়েন্ট নিয়ে ১৯২তম স্থানে ছিল বাংলাদেশ।

ভারতে অনুষ্ঠিত চলমান সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে লেবাননের কাছে হারলেও মালদ্বীপ ও ভূটানকে হারিয়ে সেমিতে উঠে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটি জয়ের সুবাদে পয়েন্ট বেড়েছে রাকিব-জামাল ভূঁইয়াদের।

বাংলাদেশের ঠিক উপরেই থাকা ব্রুনেইয়ের পয়েন্ট ৮৯১ দশমিক ১২। ১৮৪৩ দশমিক ৭৩ পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের পয়েন্ট ১৮৪৩ দশমিক ৫৪। ১৮২৮ দশমিক ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ব্রাজিল।

র‍্যাঙ্কিংয়ে চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস, ইতালি, পর্তুগাল ও স্পেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply