৮ ঘণ্টায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি দুই সিটি করপোরেশনের

|

ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যেই সব কোরবানি বর্জ্য অপসারণের দাবি করেছে ঢাকার দুই সিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তারা ৮ ঘণ্টায় সব বর্জ্য অপসারণ করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু করে রাত ১০টার আগেই সবগুলো ওয়ার্ডের শতভাগ বর্জ্য সরিয়ে ফেলা হয়। ডিএনসিসির ১০টি অঞ্চলে ২ হাজার ৭১৩ ট্রিপে প্রায় ১৪ হাজার ৫০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে রাতের মধ্যেই সরিয়ে ফেলা হয় কোরবানির বর্জ্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply