তীব্র তাপদাহে পুড়ছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। এরইমধ্যে, মার্কিন দুই রাজ্য টেক্সাস ও লুইজিয়ানায় ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। খবর আলজাজিরার।
বুধবার (২৮ জুন) দাবদাহে মৃত্যু সংক্রান্ত তথ্য প্রকাশ করে মেক্সিকোর গণমাধ্যম। সেখানে বলা হয়, গেলো এক সপ্তাহে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৭ জন। চলতি বছর, প্রচণ্ড গরমে মোট মৃত্যুর সংখ্যা ১১২। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে- ২০২২ সালের তুলনায় তিনগুণ বেশি।
তবে দেশটির প্রেসিডেন্ট ম্যানুয়েল লোপেজ এসব তথ্যের ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এসব সংবাদের কোন ভিত্তি নেই; পুরোটাই হলুদ সাংবাদিকতা।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার থেকেও বেশি তাপমাত্রা রেকর্ড হয়েছে মেক্সিকোয়। তীব্র তাপদাহে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী নুয়েভো লিওন প্রদেশে। মূলত, পানিশূণ্যতা ও হিটস্ট্রোকের কারণেই ঘটেছে এসব মৃত্যু। জাতিসংঘের গবেষণা অনুসারে, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে তাপদাহে বিশ্বে প্রাণ হারিয়েছেন ৭০ হাজার মানুষ।
/এসএইচ
Leave a reply