ঈদের দ্বিতীয় দিন বিভিন্ন স্থানে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ঈদের দিন বৃষ্টি বা যারা নানা কাজে ব্যস্ত ছিলেন, তারা আজ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে কোরবানি দিচ্ছেন।
অনেকেই পারিবারিক রীতি মেনে প্রতি বছর ঈদের পরের দিন পশু কোরবানি দেন। সেই ধারাবাহিকতায় আজ কোরবানি দিচ্ছেন অনেকে। আবার কেউ কেউ ঈদের দিন কসাই না পেয়ে আজ কোরবানি দিচ্ছেন। কারও কারও পরিবারে সদস্য সংখ্যা বেশি থাকায় দুই দিনে একাধিক পশু কোরবানি দিয়েছেন।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
ইসলামের বিধি মোতাবেক, ঈদের তৃতীয় দিন পর্যন্ত পশু কোরবানি দেয়া যায়।
এদিকে, কোরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
ইউএইচ/
Leave a reply