ভোলায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৫ জেলের লাশ উদ্ধার

|

ভোলা প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার সাগর মোহনায় ১৩ জন জেলে নিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় ৫ জেলের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২ জন।

লাশ উদ্ধার হওয়া জেলেরা হলেন, মো. হারুন মাঝি, শরীফ মাঝি, সাত্তার মাঝি, নুর ইসলাম মাঝি ও ফজলে করিম মাঝি। তাদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বলে জানা গেছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গত ২৫ জুন রাতে মো. জাহাঙ্গীর মাঝিসহ ১৩ জেলে নিয়ে চরফ্যাশন উপজেলার চর নিজাম সংলগ্ন তিন চর এলাকার সাগর মোহনায় একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। ঘটনার পরের দিন ২ জেলেকে স্থানীয়রা জীবিত উদ্ধার করে ও ২৭ জুন কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্য আরও ৪ জেলেকে জীবিত উদ্ধার করে। আজ শুক্রবার সকালে নিখোঁজ জেলেদের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় জেলে। এখনো ২ জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের সন্ধানে কোস্টগার্ড কাজ করছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply