ফরিদপুর, ভাঙ্গা প্রতিনিধি:
ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোয়ারিয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ও অপর এক আরোহী আহত হয়েছে। পরে স্থানীয়রা ২ জনকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (২৯ জুন) রাত অনুমানিক ১০টার দিকে বরিশালগামী একটি মোটরসাইকেল ফরিদপুরগামী অজ্ঞাত একটি পরিবহনের চাকার নিচে পড়ে। গুরুত্বর আহত অজ্ঞাত আরোহীকে ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিক্যাল পরে তার অবস্থা অবনতি হলে ঢাকা স্থানান্তর করা হয়েছে।
নিহত চালক বরিশাল জেলার এয়ারপোর্টে থানার রিমদী গ্রামের আবুতালেব আকনের পুত্র মিলন আকন(৪০)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন, রাতে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। মোটরসাইকেলটি জব্দ করেছি। হাসপাতাল থেকে চালকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসছি। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে।
তিনি আরও বলেন, আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, ভাড়ায় চালিত মোটরসাইকেলটি একজন যাত্রী নিয়ে বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি পরিবহনের চাকার নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে।
এটিএম/
Leave a reply