ফ্রান্সে অ্যাপল স্টোরে হামলা

|

ইয়াহু নিউজ থেকে সংগৃহীত ছবি।

এবার একটি অ্যাপল স্টোরে লুটপাট চালিয়েছে ফ্রান্সের বিক্ষোভকারী একদল কিশোর। শুক্রবার (৩০ জুন) পূর্বাঞ্চলীয় স্ট্রাসবার্গ শহরে ঘটে এ ঘটনা। ওই স্টোরটিতে লুটপাট চলাকালীন বেশকিছু ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর ডেইলি সাবাহর।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অ্যাপেল স্টোরের সামনে অবস্থান করছে একদল কিশোর-কিশোরী। প্রথমে ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায় দোকানে। একপর্যায়ে, লাথি মেরে দোকানের কাঁচ ভেঙে ভেতরে ঢোকে তারা। এ সময়, দুই ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বিক্ষুব্ধ টিনএজাররা লুটপাট করে দোকানটির দামি সব পণ্য।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, গত সপ্তাহে ট্রাফিক আইন অমান্যের জেরে পুলিশের গুলিতে নিহত হয় এক আলজেরিয়ান বংশোদ্ভূত এক ফ্রেঞ্চ কিশোর। এরপরই, দেশজুড়ে ছড়ায় আন্দোলন। যা এখন রূপ নিয়েছে সহিংস দাঙ্গায়। এখন পর্যন্ত ২০০০ গাড়ি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। আর, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫’শ ভবন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply