১০২ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

|

দেশের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের পাদপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২তম জন্মবার্ষিকী আজ।

দিনটিকে বরণ করতে শনিবার (১ জুলাই) সকাল ৯.৪৫ মিনিটে স্মৃতি চিরন্তন চত্বর থেকে টিএসসির পায়রা চত্বর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রতিষ্ঠানটি। সকাল ১০টায় টিএসসিতে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলনসহ শান্তির পায়রা উড্ডয়ন, বেলুন ও ফেস্টুন উড়ানো, কেক কাটাসহ সংগীত বিভাগের থিম সং ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে দিনটিকে বরণ করে বিশ্ববিদ্যালয়।

১০২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়’। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply