দীর্ঘ ১৪ বছর পর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। আজ বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত। কুয়েত শক্ত প্রতিপক্ষ হলেও জান-প্রাণ দিয়ে খেলার অভিব্যক্তি প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
শনিবার (১ জুলাই) ভারতের বেঙ্গালুরুতে কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচেই লেবাননের কাছে হেরে বসে বাংলাদেশ। কিন্তু পরের দুটি ম্যাচে মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে দুর্দান্ত খেলে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে ওঠে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।
উল্লেখ্য, ১৯৭৩ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত মারদেকা কাপে কুয়েতের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। সবশেষ ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বাংলাদেশ কুয়েতের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৪-০ গোলে।
ইউএইচ/
Leave a reply