এখনও উন্নতি হয়নি ভারতের আসাম রাজ্যের বন্যা পরিস্থিতির। এর মাঝেই আসন্ন সপ্তাহে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
শনিবারের (১ জুলাই) আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, আগামী ৪ জুলাই পর্যন্ত সর্বোচ্চ ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে শঙ্কা জানানো হয়েছে।
এদিকে, চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যটির ছয় জেলার ৮০ হাজারের বেশি মানুষ। পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে ২৫৩টি গ্রামের বাসিন্দা। পানিতে তলিয়ে নষ্ট হয়েছে প্রায় চার হাজার হেক্টর জমির ফসল।
পানির তোড়ে ভেঙে গেছে বিভিন্ন এলাকায় বাঁধ, রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো। প্রাণহানি এড়াতে ১০১টি আশ্রয়কেন্দ্র চালু করেছে প্রশাসন। সেখানে আশ্রয় নিয়েছে ৮১ হাজারের বেশি বাসিন্দা। এছাড়া আরও ১১৯টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে বাসিন্দাদের সহায়তা দিচ্ছে কর্তৃপক্ষ।
এসজেড/
Leave a reply