সরকার বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

|

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সরকার মানুষের কল্যাণে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, আমরা চেষ্টা করছি যেন কোনো সিন্ডিকেট কাজ না করতে পারে। তারপরও এটা তো অনেক বছরের পুরনো; যার ফলে কিছুটা সময় লাগছে। তবে আমরা চেষ্টা করছি।

শনিবার (১ জুলাই) দুপুরে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিসট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

একইদিন বগুড়ায় রোটারি ক্লাবের ডিসট্রিক্ট ইয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচা মরিচের উৎপাদন কিংবা এর দাম বৃদ্ধি নিয়ে কৃষি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। যেহেতু বাজারে দাম বেড়ে গেছে, তাই সরকার বিদেশ থেকে কাঁচা মরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

রোটারি ক্লাবের প্রশংসা করে এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, রোটারি ক্লাব মানুষের জন্য সারা বিশ্বে রোগ ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই করছে।

সভায় সভাপতিত্ব করেন রোটারি খুলনা জোনাল চেয়ারপার্সন এস এম নজরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি গভর্নর আশরাফুজ্জামান নান্নু, ডিসট্রিক্ট ইভেন্ট চেয়ার জাহিদুল ইসলাম রোমেল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহিন, রোটারিয়ান ডা. সুদেব দেবনাথ, ইঞ্জিনিয়ার নাজমুল হুদাসহ খুলনা জোনের রোটারিয়ানবৃন্দ।

এর আগে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত এবং ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply