প্রথমবারের মতো উইন্ডিজদের ছাড়া ওয়ানডে বিশ্বকাপ

|

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো উইন্ডিজদের ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। স্কটল্যান্ডের কাছে হেরে আসন্ন বিশ্বকাপে না থাকা নিশ্চিত হয়ে গেছে প্রথম দুইবারের চ্যাম্পিয়নদের।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। বাছাইপর্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সুপার সিক্স পর্বের ৩টি ম্যাচই জিততে হতো ক্যারিবীয়দের। এরপর তাকিয়ে থাকতে হতো অন্য দলগুলোর দিকে। কিন্তু শনিবার (১ জুলাই) হারারেতে নিজেদের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারে উইন্ডিজরা।

এ ম্যাচে ক্যারিবীয়দের দুঃখগাঁথা লেখার কাজটা শুরু করেছেন স্কটিশ বোলাররা। ৪৩.৫ ওভারে মাত্র ১৮১ রানে হোপ-হোল্ডারদের অলআউট করে দেয় তারা। জবাবে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই হোল্ডারের শিকার হন ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রিড। তবে আরেক ওপেনার ম্যাথু ক্রসকে নিয়ে শুরুর ধাক্কা সামলে নেন ম্যাকমুলান।

দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৫ বলে ১২৫ রান যোগ করেন তারা দুজন। ৩০তম ওভারে শেফার্ডকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হন ম্যাকমুলান। আউট হওয়ার আগে ১০৬ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৬৯ রান করেন তিনি। পরে জর্জ মানসি ৩৩ বলে ১৮ রান করে আউট হলেও ১০৭ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ক্রস।

ব্যাটিংয়ের আগে বল হাতেও দারুণ পারফরম্যান্স করেন ম্যাকমুলান। নিজের প্রথম স্পেলেই ঝুলিতে তোলেন জনসন চার্লস, শামার ব্রুকস ও ব্রেন্ডন কিংয়ের উইকেট। চার্লস ও ব্রুকস আউট হন শূন্য রানে। কিং খেলেন ২২ রানের ইনিংস। কাইল মেয়ার্স এসে করেন ৯ বলে ৫ রান। ১৩ রানে কট বিহাইন্ড হয়ে ফেরেন অধিনায়ক হোপ। এরপর নিকোলাস পুরান ২১ রান যোগ করেন। দলীয় সর্বোচ্চ ৪৫ রান করেন জেসন হোল্ডার আর দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে রোমারিও শেপার্ডের ব্যাট থেকে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply