দাঙ্গা-সহিংসতায় অগ্নিগর্ভ ফ্রান্স, পঞ্চম রাতেও গ্রেফতার ৩২২

|

পুলিশের গুলিতে নিহত নাহেলের দাফনকে ঘিরে, কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রান্সের বিক্ষোভ ছড়ানো শহরগুলো। এরপরও শনিবার অব্যাহত ছিলো দাঙ্গা-সহিংসতা। খবর রয়টার্সের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পঞ্চম রাতেও দেশজুড়ে গ্রেফতার হয়েছে অন্তত ৩২২ জন। সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি ছিল মার্সেই শহরে। রাতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘাত হয়। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী।

দক্ষিণাঞ্চলীয় শহরটি থেকে অন্তত ৫৬ জনকে গ্রেফতার করা হয়। তবে প্যারিসের পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিলো শনিবার রাতে। রাজধানীজুড়ে বাড়ানো হয় পুলিশি টহল। এদিন বিক্ষোভকারীদের রাজপথে সংগঠিত হওয়ার সুযোগ দেয়নি নিরাপত্তা বাহিনী। সন্ধ্যার পর থেকে বন্ধ রাখা হয় গণপরিবহন। সহিংসতার চেষ্টা করলে গ্রেফতার করা হয় ১২৬ জনকে।

এদিকে শনিবার প্যারিসের নতে শহরে স্থানীয় একটি মসজিদে জানাজা শেষে দাফন সম্পন্ন হয় কিশোর নাহেলের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply