ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের সিদ্ধান্ত বাতিলের আহ্বান যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়ার

|

দখলকৃত পশ্চিমতীরে ইসরায়েলি সরকারের ফের অবৈধ বসতি স্থাপনের সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

শনিবার (২ জুলাই) যৌথ বিবৃতি প্রকাশ করে দেশগুলো। এতে নেতানিয়াহু প্রশাসনের এমন পদক্ষেপে গভীর উদ্বেগ জানিয়েছেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

তারা জানান, এই পদক্ষেপে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হয়ে সহিংসতা আরও বাড়বে। তেল আবিবকে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানান তারা।

সম্প্রতি দখলকৃত পশ্চিমতীরে পাঁচ হাজার নতুন বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে কট্টর ডানপন্থী নেতানিয়াহু প্রশাসন। যা আন্তর্জাতিক আইন বহির্ভূত। জোট সরকার গঠনের পর থেকে ফিলিস্তিনিদের ওপর আশঙ্কাজনক হারে দমন-পীড়ন বাড়িয়েছে ইসরায়েল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply