প্রথম ফিরতি ফ্লাইটে ঢাকা পৌঁছেছেন ৩৩৩ হাজি

|

ছবি: সংগৃহীত

ফ্লাইনাস এয়ারলাইনসের ফিরতি ফ্লাইটে দেশে এসে পৌঁছেছেন ৩৩৩ জন হজযাত্রী। রোববার (২ জুলাই) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজীদের নিয়ে ফ্লাইটটি অবতরণ করে।

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত শুক্রবার। এরইমধ্যে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট সোমবার ভোরে ৬টা ৫ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে দেশে ফেরার কথা রয়েছে। ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে গেছেন। তাদের বহন করতে ৩২৫টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply